সাহিত্য

শাহেদ শফিকের “যাবে এবার কারো প্রাণ”

রাস্তাঘাটে চলতে দেখিযাচ্ছে পুড়ে গাড়ি-যানদৌঁড়াদৌড়ি দেখলে বুঝিযাবে এবার কারো প্রাণ।পুলিশ দেখলে দৌঁড়ে পালায়কখন ছুঁড়ে গুলিঅবরোধ আর হরতাল মোদেররাজনীতিকদের বুলি।মোদের দেশটা আর কতদিনচলবে এমন ভাবেচোখের সামনে আর কত প্রাণএমন করে যাবে।দেশের সম্পদ নষ্ট হলেবন্ধ কেন চোখ?ধৈর্যধারণ কেমনে করিকেমনে ঘুচাই দুঃখ।মোদের প্রিয় এ দেশটাতেচলছে যখন দ্বন্দ্বসংগ্রামীও জাতি তোমারচোখ রেখোনা বন্ধ।

Advertisement