জাতীয়

১২ দফায় ৪২৩০ বন্দী স্থানান্তর

কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকাল থেকে বন্দী স্থানান্তর শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১২ দফায় মোট ৪ হাজার ২৩০ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। কারা গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। কারা সূত্র জানায়, সকাল থেকে আসামিদের স্থানান্তর করা হচ্ছে। মোট ১২ ধাপে ৪ হাজার ২৩০ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। মোট ৬ হাজার ৪০০ জনকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। স্থানান্তর প্রক্রিয়া চলবে সূর্যাস্ত পর্যন্ত।এর আগে শুক্রবার সকাল থেকে শুরু হয় বন্দী স্থানান্তর। আসামিদের বহরের পেছনে পিকাপ ভ্যানগুলোতে আসামিদের জামা-কাপড় নেয়া হচ্ছে। এদিকে বন্দী স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কারগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চাঁনখারপুল, বংশাল, চকবাজার, বেগম বাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এএস/এআর/জেএইচ/এমএস

Advertisement