বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করার আহ্বান জানিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্ক। এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে হ্যাকাররা। ওই অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের পাশে থাকতে চায় ফেডারেল ব্যাংক। এ বিষয়ে জুনের ২৩ তারিখে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাধারণ পরামর্শক থমাস বেক্সটার এলমোর ও কাপোলে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ পরামর্শককে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের লোপাট যাওয়া অর্থ পুনরুদ্ধারে ফিলিপাইনকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ফেডারেল ব্যাংক। ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের চারটি অ্যাকাউন্টের মাধ্যমে চুরি করা অর্থ স্থানান্তর করা হয়। সেখান থেকে তা স্থানান্তরিত হয় ফিলিপাইনের একটি ক্যাসিনোতে। এর খুব ক্ষুদ্র একটি অংশ ফিলিপাইনের সিনেটের কাছে ফিরিয়ে দেন কিং অং নামের এক ক্যাসিনো ব্যবসায়ী।বাংলাদেশ ব্যাংক ফেডারেল ব্যাংকের এই কার্যক্রমে সম্মতি জানিয়েছে। তারা ফেডারেল ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ভাগাভাগি করার বিষয়ে সম্মতি জানিয়েছে। ওই প্রতিবেদনটি মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ফায়ারআইয়ের কাছ থেকে তৈরি করা হবে। তবে গত কয়েক সপ্তাহ ধরেই এই প্রতিবেদনটি চাইছিলেন ফেডারেলের কর্মকর্তারা। তবে ফিলিপাইনের কাছে চিঠি পাঠানো এবং ফায়ারআইয়ের প্রতিবেদন চাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নিউইয়র্ক ফেড। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে খবরে জানানো হয়েছে।টিটিএন/এমএস
Advertisement