জাতীয়

কেন্দ্রীয় কারাগার এলাকার সব রাস্তা বন্ধ

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে সব বন্দিকে স্থানান্তর করাকে কেন্দ্র করে কারাগার এলাকায় প্রবেশের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।শুক্রবার ভোর থেকে পুলিশসসহ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় বন্দিদের স্থানান্তর করা হচ্ছে।নিরাপত্তাজনিত কারণে কারগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চানকারপুল, বংশাল, চকবাজার ও বেগমবাজারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ পথচারিদেরও এই পথগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।গত বছরের জুন, নভেম্বর এবং এ বছরের এপ্রিল ও জুন মাসে আসামিদের স্থানান্তরের কথা উঠলেও নানা কারণে পেছানো হয় এই প্রক্রিয়া। অবশেষে আজ শুক্রবার বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছেভকেরানীগঞ্জের নতুন এই কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গার নিয়ে নির্মিত। এর ধারণ ক্ষমতা প্রায় ৬ হাজার।এএস/এআর/জেইউ/এআরএস/পিআর

Advertisement