রাজধানীতে ২৭টি অত্যাধুনিক মাল্টিপারপাস মার্কেট নির্মাণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শিগগিরই এ সব মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে।বৃহস্পতিবার নগর ভবনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ কথা জানান।তিনি জানান, ডিএসসিসির আওতাধীন ৮৬টি মার্কেটের অনেকগুলো বেশ পুরোনো। তন্মধ্যে কোনো কোনটি জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। ৮৬টির মধ্যে ২৭টি মার্কেট ভেঙে মাল্টিপারপাস মার্কেট করা হবে।মেয়র আরো বলেন, মাল্টিপারপাস মার্কেট নির্মাণের ফলে পুরনোগুলো পুনর্বাসন ছাড়াও প্রশস্ত পরিসরে আরো বেশি দোকান নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া সংস্থার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।এদিকে, এরই অংশ হিসেবে সদরঘাট হকার্স মার্কেট, লেডিস পার্ক মার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেট, ঢাকেশ্বরী রোড সাইড মার্কেট ও হাতিরপুল কাঁচাবাজার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান মেয়র।এমইউ/আরএস/পিআর
Advertisement