আন্তর্জাতিক

ফ্লোরিডায় জিকা ভাইরাসে আক্রান্ত ৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জিকা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত চারজন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে জিকা ভাইরাসে আক্রান্তরা অন্য কোনো দেশে ভ্রমণের কারণে এই ভাইরাসে আক্রান্ত হননি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। লাতিন আমেরিকায় প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এ পর্যন্ত লাতিন আমেরিকার বাইরে যেসব দেশেই জিকা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে সেগুলোর বেশির ভাগ কেসের ক্ষেত্রেই দেখা গেছে, জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা অন্য দেশে ভ্রমণের কারণে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ফ্লোরিডায় এই ভাইরাসে চারজনের আক্রান্ত হওয়ার ঘটনায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মশাও এই ভাইরাস বহন করছে। কোনো গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভের সন্তান মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হবে। মাইক্রোসেফেলি এমন একটি রোগ যার ফলে সদ্যজাত শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের তুলনায় অনেক ছোট আকৃতির হয়। টিটিএন/এবিএস

Advertisement