আইন-আদালত

খালেদার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ১০ আগস্ট

রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৬জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রহুল আমিন এ দিন ধার্য করেন।মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৫ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় বেগম খালেদা জিয়াকে ইন্ধদাতা হিসাবে আসামি করা হয়েছে। এ মামলায় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ জমিনে রয়েছেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানাধীন গাবতলীর বাগবড়ী শুভ্র এন্টারপ্রাইজের সামনে রাস্তার উপরে আসামিরা লোকাল মিনিবাসে যাত্রী হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় দারুস সালাম থানার উপ-পরিদর্শক টিটু সরকার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।২০১৬ সালের ৩০ এপ্রিল দারুস সালাম থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী থান সোহেল, সাবেক ছাত্র দালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।জেএ/এআরএস/আরআইপি

Advertisement