ধর্ম

যা থেকে বিরত থাকতে স্বয়ং বিশ্বনবির প্রার্থনা

দুনিয়া এবং পরকালের কল্যাণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবজাতির জন্য অসংখ্য আদেশ, নিষেধ এবং উপদেশ আরোপ করে গেছেন। যে কাজ করলে দুনিয়া ও পরকালের কল্যাণ হবে এবং যে কাজে উভয় জগতের ক্ষতি হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এ রকমই ৪টি অকল্যাণ কাজ হতে স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছেন। যা তুলে ধরা হলো-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউ’জুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’; ওয়া মিন দুআ’ইন লা ইয়াসমায়ু’; ওয়া মিন নাফসিন লা তাশবায়ু’; ওয়া মিন ই’লমিন লা ইয়াংফায়ু’; আউ’জুবিকা মিন হা-উলাইল আরবায়ি।অর্থ : হে আল্লাহ! আপনার কাছে আশ্রয় চাই এমন হৃদয় থেকে, যা বিনীত হয় না; এমন দোয়া থেকে যা কবুল হয় না; এমন নফস (আত্মা) থেকে যা পরিতৃপ্ত হয় না; এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না; আমি আশ্রয় চাই এ চারটি (অকল্যাণকর) বিষয় থেকে। (তিরমিজি)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির শিখানো পদ্ধতিতে দোয়া করে উপরোক্ত চারটি বিষয়ের অকল্যাণ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement