জাগো জবস

৩৫তম বিসিএসের ফল প্রকাশ প্রসঙ্গে

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ১৮০৩টি শূন্য পদের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন এবং দুই লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। ২০১৫ সালের ৬ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়। ওই বছরের ১ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১০ অক্টোবর। ফল প্রকাশ হয় ২০১৬ সালের ১৩ জানুয়ারি এবং উত্তীর্ণ হয় ৬০৮৮ জন। মৌখিক পরীক্ষা শুরু হয় ৩১ জানুয়ারি, শেষ হয় ১২ এপ্রিল। সাধারণত সরকারি কর্ম কমিশন ৯০ দিনের মধ্যে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে থাকে। ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে সময় নিয়েছিল ৮৯ দিন, যা বিসিএসের ইতিহাসে ফল প্রকাশ করার এক রেকর্ড। প্রার্থী ছিলেন ৯৯০০-এর বেশি। কিন্তু ৩৫তম বিসিএসে মৌখিক পরীক্ষার ৯৮তম দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে ফল প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় প্রার্থী ও অভিভাবকরা অনেক স্নায়বিক চাপের মধ্যে আছেন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে আমাদের স্নায়বিক চাপমুক্ত করতে সাহায্য করবেন।লেখক: শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।এসইউ/আরআইপি

Advertisement