জাতীয়

খুতবা নির্ধারণ করে দেয়া হয়নি : সংসদে প্রধানমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশন থেকে সারাদেশের মসজিদগুলোয় খুতবা নির্ধারণ করে দেয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী কোরআন ও হাদিসসমূহের উক্তিগুলো নিয়ে একটা ছোট পুস্তিকা দেয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে এমপি নজিবুল বশর মাইজভান্ডারির এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি খুতবা তৈরি করে দেয়া হয়েছে- তা কিন্তু না। এখানে আমাদের কোরআন শরিফে বিভিন্ন সুরায় জঙ্গি এবং সন্ত্রাস ও খুন-খারাবির বিরুদ্ধে যে সমস্ত উদ্বৃতি রয়েছে সেগুলো নবী করিম (স.) বিভিন্ন ধর্ম সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন, এই যে খুন-হত্যা জঙ্গিবাদ এর বিরুদ্ধে তিনি যে কথা বলেছেন। তিনি মানবতার পক্ষে কথা বলেছেন, ইসলাম যে শান্তির ধর্ম হিসেবে যে সমস্ত উক্তি সেগুলো বিভিন্ন হাদিস-কালামে যে সমস্ত উক্তি রয়েছে শান্তির পক্ষে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সে সমস্ত উক্তিগুলো দিয়ে একটা ছোট পুস্তিকা করা হয়েছে। এটার সংক্ষিপ্ত একটা লিফলেটও বের করা হয়েছে এবং সেটাই মসজিদে মসজিদে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘খুতবার বিভিন্ন স্তর আছে। অন্ততপক্ষে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে উক্তিগুলো রয়েছে, সেগুলো পাঠ করা হয়। মসজিদে ঈমাম সাহেবরা যখন বয়ান দেন বা আমাদের ধর্মীয় গুরুরা যখন কথা বলেন- তাদের কিন্তু একটা জনমত সৃষ্টি করার সুযোগ আছে। তারা যেন জনমত সৃষ্টি করতে পারেন তার জন্যই দেয়া হয়েছে।’ এইউএ/জেএইচ/আরআইপি

Advertisement