দেশজুড়ে

চাঁদপুরে দুটি লঞ্চের সংঘর্ষে নিহত ২

বরিশাল-ঢাকা নৌ-রুটে এমভি পারাবত -৯ লঞ্চের সাথে এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ১৩ জন যাত্রী আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।সোমবার দিবাগত রাত দেড়টার চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।সুন্দরবন-৮ লঞ্চের যাত্রীরা জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার পর দেড় থেকে দুই হাজার যাত্রী নিয়ে সুন্দরবন-৮ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। রাত দেড়টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের মাঝ বরাবর অংশ দুমরে মুচরে যায়। এসময় সুন্দরবন-৮ লঞ্চের ভিআইপি কেবিনের এক যাত্রী ও ডেকের এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।এমভি সুন্দরবন-৮ লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, এমভি পারাবত -৯ লঞ্চ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে। চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে আসলে পারাবত -৯ লঞ্চটি সুন্দরবন-৮ লঞ্চকে সজরে ধাক্কা দেয়। এতে সুন্দরবন-৮ লঞ্চের ২ যাত্রী নিহত হয়। আহতদের চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু।

Advertisement