মহানায়ক বলে খ্যাত চিত্রনায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্র জগতে উজ্জ্বল এক নক্ষত্র তিনি। তার প্রাণবন্ত অভিনয় আজো মুগ্ধ করে যায় দর্শককে। প্রজন্মের অনেক বদলেও এতটুকু পরিবর্তন আসেনি মহানায়কের জনপ্রিয়তায়; গ্রহণযোগ্যতায়। গেল ২৪ জুলাই ছিলো তার মৃত্যুবার্ষিকী। সে উপলক্ষে উত্তম কুমারের চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে বর্ণিল আয়োজন ছিলো আরটিভিতে। চ্যানেলটির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’- এ নায়ককে স্মরণ করা হবে গানে গানে। তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের বেশ কিছু গান গেয়ে শোনাবেন কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, বাদশা বুলবুল ও আতিক হাসান। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দেরও গান। কথা বলবেন তাদের দেখা ও উপলব্দিতে উত্তম কুমার নিয়ে। শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি ‘মিউজিক স্টেশন’র বিশেষ এই পর্বটি প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে। এলএ/এমএস
Advertisement