আন্তর্জাতিক

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না রৌসেফ

রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আর বেশি বাকি নেই। আসন্ন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না দেশটির প্রেসিডেন্ট পদ হারানো দিলমা রৌসেফ। আগস্টের ৫ তারিখে পর্দা ওঠবে রিও অলিম্পিকের। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে রৌসেফ বলেছেন, রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মিশেল তেমেরের অধস্তন অবস্থায় থেকে অলিম্পিকে অংশ নিতে চান না বলে জানিয়েছেন তিনি। গত এপ্রিলে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দেন। সিনেটের রায়ে ছয় মাসের জন্য প্রেসিডেন্টের পদ হারান রৌসেফ।এখন রৌসেফকে চূড়ান্তভাবে পদচ্যুত করা হবে কিনা তা নিয়ে বেশ বিতর্ক চলছে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।  রৌসেফ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানের জায়গাটা তারই প্রাপ্য। কেননা তিনি এবং তার দল অলিম্পিকের প্রায় সব কাজ সম্পন্ন করেছেন। অভিশংসনের কারণে তার স্থান অন্য কাউকে দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে যেতে চান না তিনি। টিটিএন/এমএস

Advertisement