অবশেষে ইতালির ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নাপোলি থেকে চার বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। আর্জেন্টাইন এই তারকাকে পেতে রিলিজ ক্লজ হিসেবে জুভেন্টাসের খরচ হচ্ছে ৯ কোটি ইউরো, যা দলবদলের বাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।এর আগে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে ৯ কোটি ৪০ লাখ ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদ। তিন বছর পর টটেনহ্যাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে এই রেকর্ড ভাঙে স্প্যানিশ ক্লাবটি।উল্লেখ্য, ২০১৩ সালে নাপোলিতে যোগ দিয়ে গত মৌসুমে ৬৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোল করার নতুন রেকর্ড গড়েন হিগুয়েইন। সেটিই মনে ধরেছেন সাদা-কালো জার্সিধারীদের।এমআর/পিআর
Advertisement