আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামি পুলিশের প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক

বোমা আতঙ্কে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডার মিয়ামি পুলিশের প্রধান কার্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে সন্দেহজনক একটি প্যাকেট দেখা যাওয়ায় কার্যালয়টি খালি করা হয়েছে।  এ ঘটনার এক ঘণ্টা পর বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ ওই প্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে। মিয়ামি পুলিশ বিভাগের প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পায় পুলিশ সদস্যরা। পরে কার্যালয় থেকে পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেয়া হয়। এ ছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা পৌঁছে আশ-পাশের রাস্তা বন্ধ করে দেয়।ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি স্টার এক প্রতিবেদনে বলছে, ওই এলাকার লোকজনকে নিরাপদে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মিয়ামি পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়েছে, সন্দেহজনক প্যাকেট দেখা যাওয়ায় আমরা পুলিশ স্টেশন ৪০০ এনডব্লিউ ২ এভি খালি করা হচ্ছে। কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। পরে অপর এক টুইট বার্তায় বলা হয়, বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা বোমা সদৃশ ওই প্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে। এসআইএস/আরআইপি

Advertisement