আন্তর্জাতিক

মুম্বাইয়ে অ্যামিরাত এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই থেকে মালদ্বীপগামী ৩০০ আরোহীবাহী অ্যামিরাত এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার সকালে বিমানটির কেবিন ও ককপিটে ধোঁয়া দেখা যাওয়ায় পাইলট বিমানটি জরুরি অবতরণ করেন। অ্যামিরাত এয়ারলাইন্সের ওই বিমান থেকে সব যাত্রী ও ক্রুকে সরিয়ে নেয়া হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে জরুরি অবতরণের কথা জানান। প্রথমে বিমানটি সাগর পাড়ি দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম নয় বলে ক্ষুদে বার্তায় জানানোর পর কোস্টগার্ড কর্তৃপক্ষ সাগরে একটি জাহাজ পাঠিয়ে দেয়।   পরে বিমানবন্দরে অবতরণ করে অ্যামিরাত এয়ারলাইন্সের ওই বিমান। বিমানবন্দরে অবতরণের পর অ্যাম্বুলেন্স জরুরি সেবা চালু করে কর্তৃপক্ষ। বিমানটির মূল কেবিন ছাড়া অন্য কেবিন থেকে যাত্রীদের জরুরি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নামিয়ে আনা হয়। এসআইএস/এবিএস

Advertisement