যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-১. প্রশ্ন : বাংলাদেশের আয়তন কত? উত্তর : ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ২. প্রশ্ন : আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কত? উত্তর : ৯০তম। ৩. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উত্তর : বাংলাদেশ। ৪. প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলকে ‘বরেন্দ্রভূমি’ বলা হয়? উত্তর : রাজশাহী অঞ্চল।৫. প্রশ্ন : কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?উত্তর : প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার। ৬. প্রশ্ন : মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? উত্তর : গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল। ৭. প্রশ্ন : মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন কত? উত্তর : প্রায় ৪,৩১০ কিলোমিটার। ৮. প্রশ্ন : লালমাই পাহাড়ের আয়তন কত? উত্তর : আয়তন ৩৩.৬৫ বর্গ কিলোমিটার। ৯. প্রশ্ন : লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?উত্তর : ২১ মিটার। ১০. প্রশ্ন : বাংলাদেশের পলল সমভূমি এলাকার আয়তন কত? উত্তর : প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। ১১. প্রশ্ন : প্লাবন ভূমি এলাকার গড় উচ্চতা কত? উত্তর : সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট। ১২. প্রশ্ন : সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? উত্তর : ৩৭.৫০ মিটার। ১৩. প্রশ্ন : সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত? উত্তর : ২০ মিটার। ১৪. প্রশ্ন : সমুদ্রতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত? উত্তর : ৮ মিটার।১৫. প্রশ্ন : সমুদ্রতল থেকে রাজশাহীর উচ্চতা কত? উত্তর : ৮ মিটার। ১৬. প্রশ্ন : বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? উত্তর : ৫,১৩৮ কিলোমিটার।১৭. প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর : ৭১১ কিলোমিটার বা ৪২২ মাইল। ১৮. প্রশ্ন : কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর : ১৫৫ কিলোমিটার। ১৯. প্রশ্ন : বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? উত্তর : ১২ নটিক্যাল মাইল। ২০. প্রশ্ন : বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উত্তর : ২০০ নটিক্যাল মাইল।এসইউ/এমএস
Advertisement