জাতীয়

৯ জঙ্গির ময়নাতদন্তে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন

রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ৯ সন্দেহভাজন জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের তিন চিকিৎসকের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়েছে। সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন প্রভাষক ডা. প্রদীপ কুমার বিশ্বাস ও ডা. কবীর। ফরেনসিক মেডিসিন বিভাগের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পুলিশি পাহারায় একাধিক অ্যাম্বুলেন্সযোগে নিহত নয় জঙ্গীর মরদেহ ঢামেক মর্গে আনা হলেও মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশের সুরতহাল প্রতিবেদন হাতে পাননি বোর্ডের সদস্যরা। সবগুলো মরদেহ এখনো ব্যাগের ভেতরই আছে। আজই ময়নাতদন্ত হবে কি না জানতে চাইলে একজন চিকিৎসক জানান, সুরতহাল প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।এর আগে, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে নিহত ৯ জঙ্গির মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছায়।এমইউ/এআরএস/এমএস

Advertisement