দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে ককটেল হামলা, আটক ১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে পালিত হচ্ছে।দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সার্ভার কক্ষে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান স্টেশন মাস্টার মফিদুর রহমান।এ ব্যাপারে স্টেশন মাস্টার মফিদুর রহমান জাগোনিউজকে বলেন, দুপুরে একদল দুর্বৃত্ত স্টেশনের সার্ভার কক্ষে দুটি ককটেল নিক্ষেপ করে।এতে ওই কক্ষে থাকা মালামালের কোনো ক্ষতি না হলেও অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলে মফিদুর রহমান জানান।এদিকে হরতালের সমর্থনে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল হামলা চালায় ছাত্রদলের কর্মীরা। শহরের কালীবাড়ি মোড়ে ১০টি ককটেল, রেলগেইট এলাকায় ৫টি, কুমারশীল মোড়ে ৫টি, কলেজপাড়ায় ৪টিসহ শহরের বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রদল।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জাগোনিউজকে জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে বলেও জানান তিনি।-বিএ

Advertisement