দেশজুড়ে

বাসে পেট্রোল বোমা : বাঁচতে গিয়ে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে নিক্ষেপ করা পেট্রোল বোমার আগুন থেকে বাঁচতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে পারভেজ হোসেন নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার দিবাগত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।নিহত পারভেজের বাড়ি নোয়াখালীর শ্রীরামপুুর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শাহিনুল নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত সৈয়দ আলীর পুত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি নৈশ কোচ গোবিন্দগঞ্জের কালীতলা নামক স্থানে পৌঁছালে অবরোধকারীরা তাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে।এসময় আতংকে আত্বরক্ষার জন্য বেশ কয়েকজন যাত্রী বাস থেকে মহাসড়কে ঝাপ দেয়। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পারভেজ মারা যান।এছাড়াও পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ও বাস থেকে ঝাপিয়ে পরে অন্তত ১৫জন  আহত হয়েছেন। তাদের বগুড়াসহ বিভিন্ন হামপাতালে ভর্তি করা হয়েছে।গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।-বিএ

Advertisement