এবারের ঈদে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রায় দুই শতাধিক নাটক প্রচারিত হয়েছে। ছোটপর্দার অনেক জনপ্রিয়, জাঁদরেল অভিনয় শিল্পীর উপস্থিতি দেখা গেছে সেইসব নাটকে। তবে সবকিছু ছাপিয়ে ঈদের সেরা নাটক নির্বাচিত হয়েছে কোমল পানীয়’র ব্র্যান্ড পাওয়ার নিবেদিত নাটক ‘সেন্টিমেন্টাল’। নাটকটি পরিচালনা করেন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত এবং প্রযোজনায় ছিল পিআর প্রোডাকশন। ‘সেন্টিমেন্টাল’ নাটকে চারটি প্রধান চরিত্রে অভিনয় করেন ছোটপর্দার হালের ব্যস্ত চার মুখ মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, ঈশিকা খান এবং তাসনোভা এলভিন। এছাড়া আরো অভিনয় করেন কচি খন্দকার। মিশুর বিপরীতে ছিলেন এলভিন এবং অ্যালেনের বিপরীতে ছিলেন ঈশিকা। নাটকের গল্পটা ছিল মূলত এই চারজনকে নিয়েই। তবে নাটকটির মাঝে সবচেয়ে বড় চমক ছিল একটি আইটেম গান। খালেদ মাহমুদের কোরিওগ্রাফিতে ‘প্রেমিক আমি বেঈমান’ গানের সঙ্গে এই চার তারকাকে নাচতে দেখা গেছে। গানে কণ্ঠ দিয়েছেন আরাফাত মহসিন। তৈরি করেছে স্টুডিও ফিফটি এইট।ঈদের ৬ষ্ঠ দিন নাটকটি বেসরকারি চ্যানেল আরটিভির পর্দায় রাত ১১ টায় প্রচারিত হয়। এমআরবি’র দর্শক জরিপে ঈদে সেরা নাটক নির্বাচিত হয়েছে ‘সেন্টিমেল্টাল’। একইসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাতের নির্মাণ মুন্সিয়ানাও দারুণভাবে প্রশংসিত হয়। সঙ্গে নাটকের তরুণ চার শিল্পীর চরিত্রও ছিল সেন্টিমেন্টাল টাইপের। এটি হয়ে ওঠে ‘ফুল প্যাকেজ অব এন্টারটেইনমেন্ট’।এ প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘গল্পটা কিছুটা কমেডি ধাঁচের, কিন্তু রোমান্স ছিল। নাটকের প্রেক্ষাপট ছিল সময়োপযোগী। প্রত্যাশা ছিলোই ভালো কিছুর। তবে প্রতিযোগিতার বাজারে প্রায় দুই শতাধিক নাটককে টপকে প্রথম হওয়াটা অনেক বেশি আনন্দের।’তরুণ এই নির্মাতা আরো বলেন, ‘এবারের ঈদে আমার নির্মাণে সাতটি নাটক প্রচারে এসেছে। এরমধ্যে একটি সাত পর্বের ধারাবাবিক নাটক ছিল। এছাড়া খন্ড নাটকগুলোতে সিনিয়র আর্টিস্টও ছিল। তাছাড়া আমাদের সকলের মনে একটা ধারনা যে সিনিয়র-জনপ্রিয় আর্টিস্ট নিয়ে কাস্ট করালেই নাটক হিট হয়! কিন্তু সেই ধারনাটা ভুল প্রমাণ করিয়েছি। তরুণদের ভালো প্লাটফর্ম দিলে তারাও যে ভালো কাজ উপহার দিতে পারে সেটার প্রমাণ ‘সেন্টিমেন্টাল’ নাটকটি। আশা করছি সিনিয়রদের পাশাপাশি তরুণরাও ভালো কাজ আগামীতে স্বাক্ষর রাখবে।’অভিনেত্রী ঈশিকা বলেন, ‘অনেক নাটক-টেলিছবির ভিড়ে দর্শক সহজেই এই নাটকটি আলাদা করতে পেরেছেন। এর গল্পটাও চমৎকার, নির্মিত হয়েছেও দারুণভাবে। চার তরুণ-তরুণীর মজার সব অনুভূতি আর কথামালার গল্প ছিল ‘সেন্টিমেন্টাল’। চেষ্টা করবো আগামীতে আরো ভালো কাজ উপহার দেয়ার জন্য।’ এলভিন বলেন, ‘দারুণ এন্টারটেইনমেন্ট ছিল ‘সেন্টিমেন্টাল’ নাটকটি। পরিশ্রম করে কাজটি করেছি, দর্শকদের কাছে ভালো লেগেছে। এটা অনেক বড় পাওয়া।’দেখুন সেন্টিমেন্টাল নাটকের ভিডিওটি : এনই/এলএ/পিআর
Advertisement