রাজধানীর কল্যাণপুরে মঙ্গলবার সকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ দেশকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে নতুন উপসর্গ দেখা দিয়েছে। একদল ধর্মান্ধ ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ হত্যায় মেতে উঠেছে। বেশ কিছুদিন ধরে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে আসছে। রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কল্যাণপুরেও জঙ্গিরা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছিল। গোয়েন্দা বাহিনী সেটা জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এতে নয় জঙ্গি মারা গেছে। একজন পালিয়েছে এবং একজন ধরা পড়েছে। মঙ্গলবার সকালে কল্যাণপুরে ওই অভিযান চালিয়ে জঙ্গিদের বড় ধরনের নাশকতার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ধর্মান্ধরা। এই সন্ত্রাসের কাছে মাথানত করবো না। জনগণের মধ্যে জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের নির্মূল করবো। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা সরকার দেবে না। জঙ্গিবাদ দমনে কাজ করতে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন। জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতেও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন করা হবে। শেখ হাসিনা আরো বলেন, মানুষ খুন করা ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের নামে যারা এ ধরনের কর্মকাণ্ড করে তারা প্রকৃতপক্ষে ইসলামকে কলুষিত করে। তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। তিনি বলেন, আমাদের সমস্যা আমাদের নিজেদেই সমাধান করতে হবে। এ সমস্যা একক প্রশাসনিক প্রচেষ্টায় মোকাবেলা করা সম্ভব নয়। এটা সম্মিলিতভাবে সমাধান করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সারাদেশে জঙ্গিবাদবিরোধী ঐকমত্য সৃষ্টি হয়েছে, এটি কাজে লাগাতে হবে।রাজধানীর কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের পাঁচ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্ট্রম ২৬।’ পুলিশ ঘটনাস্থল থেকে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।একে/এমএস/এমএফ
Advertisement