যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেয়ে নিজের অবস্থান আরো দৃঢ় করেছেন হিলারি ক্লিনটন। অপরদিকে, মনোনয়ন নিশ্চিত করতে পারেননি একই দলের অন্য প্রার্থী এবং হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। তবে মনোনয়ন না পেলেও হিলারিকে সমর্থন করবেন বলে জানিয়েছেন স্যান্ডার্স। কনভেনশনে দেয়া বক্তব্যে হিলারির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্যান্ডার্স বলেছেন, হিলারিরই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে হিলারি অনেক বেশি যোগ্য। তার চিন্তা এবং নেতৃত্বের জন্য তিনিই দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। আর একারণে নিজের সমর্থকদের ট্রাম্পকে ভোট না দিয়ে হিলারিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স। যে প্রার্থী দেশ এবং দেশের মানুষের সমস্যা বুঝবে তাকেই নির্বাচনে সমর্থন করা উচিত বলে মনে করেন স্যান্ডার্স। টিটিএন/পিআর
Advertisement