আন্তর্জাতিক

স্পেনে জিকা আক্রান্ত প্রথম শিশুর জন্ম

ইউরোপে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত শিশুর জন্ম হয়েছে। স্পেনে এক শিশু মাইক্রোসেফেলি নিয়ে জন্মেছে। জিকা ভাইরাসে আক্রান্ত হলে সদ্যজাত শিশু অপেক্ষাকৃত ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। একে মাইক্রোসেফেলি রোগ বলা হয়। খবর বিবিসির।  স্পেনের এক নারী গর্ভবতী থাকাকালীন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তার সন্তানের জন্মের পর দেখা গেছে সদ্যজাত শিশুটি মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত। ইউরোপের কোনো দেশে জিকা ভাইরাসে আক্রান্ত কোনো শিশু জন্মানোর এটাই প্রথম ঘটনা। গত মে মাসে গর্ভবতী ওই নারীর জিকা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। কিন্তু ওই দম্পতি তাদের সন্তানকে পৃথিবীর আরো দেখাতে চেয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যজাত শিশুটির মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট হলেও তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে শিশুটির শারীরিক অবস্থা পর্যব্ক্ষেণ করা হচ্ছে।  টিটিএন/পিআর

Advertisement