মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইয়াহুর মূল ব্যবসা কিনে নিয়েছে দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরিজন। ৪ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়েছে ইয়াহু। এর মাধ্যমে এক সময়ের ইন্টারনেট জায়ান্ট ইয়াহু যুগের সমাপ্তি হলো। দীর্ঘ পাঁচমাসের নিলাম শেষে সোমবার ইয়াহুকে কিনে নেয়ার তথ্য নিশ্চিত করেছে ভেরিজন। গত আট বছর ধরে ইয়াহুর ব্যবসায় ব্যাপক ঘাটতি দেখা যায়। চুক্তি অনুযায়ী, ইয়াহুর সার্চ, মেইল, ও কনটেন্ট ব্যবসার মালিকানা এখন থেকে ভেরিজনের। তবে চীনের ই-কমার্স কোম্পানি আলীবাবার ১৫ শতাংশ মালিকানা রেখেছে ইয়াহু। এ ছাড়া ইয়াহু জাপানেও মালিকানা রয়েছে ইয়াহুর। যার মূল্য ৪০ বিলিয়ন মার্কিন ডলার। ভেরিজনের সঙ্গে ইয়াহুর নিলামের লেনদেন শেষ হবে ২০১৭ সালের প্রথমার্ধ্বে।এসআইএস/পিআর
Advertisement