জাতীয়

ইজতেমা ময়দানের অবৈধ দখলদারদের উচ্ছেদের পরামর্শ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পরামর্শ দেয়া হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টঙ্গীর বিশ্ব ইজতেমার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে প্রয়োজনে ইজতেমা ময়দানের পাশে জমি অধিগ্রহণের পরামর্শ দেয়া হয়।সভায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাভূক্ত সকল ধরণের সরকারী কোয়ার্টারের বরাদ্দ প্রদান সংক্রান্ত তথ্যের কম্পিউটারাইজড ডাটাবেইজ তৈরি, সরকারি কোয়ার্টারে সাবলেট অথবা ভাড়া রোধের উপায় ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কোয়ার্টার তৈরি সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় কমিটি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে আরও বেশী পরিমাণে ফ্ল্যাট নির্মাণের পরামর্শ প্রদান করেন।সভায় জানানো হয়, বিভিন্ন রাস্তা, খাল, জলাশয় এবং খাস জমিতে নির্মিত ৩৫টি স্থাপনার রাজউক অনুমোদিত নকশা দাখিলের জন্য ভবন মালিকদের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। নকশা প্রাপ্তির পর রাজউক কর্তৃক স্থাপনাসমূহ পরীক্ষাপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া সভায় সরকারী আবাসন পরিদপ্তরের বিরুদ্ধে বরাদ্দ গ্রহণকারী কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির উপায় সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির পরামর্শ প্রদান করে এবং এ লক্ষ্যে প্রয়োজনে দ্রুত আইনজীবি নিয়োগের ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে।সভায় কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) এবং নূর-ই-হাসনা লিলি চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।আরএস

Advertisement