আজকাল পরীক্ষা মানেই সাধারণ জ্ঞান। বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়। তাই পরীক্ষার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য বিখ্যাত গিরিপথ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : পুঙ্কাকজায়ার উচ্চতা কত?উত্তর : ৪,৮৮৪ মিটার।২. প্রশ্ন : আগুয়া নেগরা গিরিপথ কোথায় অবস্থিত?উত্তর : আর্জেন্টিনা ও চিলি।৩. প্রশ্ন : কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত?উত্তর : ভারতের জম্মু ও কাশ্মীর এবং চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তের ওপর।৪. প্রশ্ন : খাইবার গিরিপথ কোথায় অবস্থিত?উত্তর : পাকিস্তান ও আফগানিস্তান।৫. প্রশ্ন : খাইবার গিরিপথের উচ্চতা কত?উত্তর : ৩,৮৭৩ ফুট।৬. প্রশ্ন : খাইবার গিরিপথের প্রস্থ কত?উত্তর : সর্বোচ্চ ১৩৭ মিটার।৭. প্রশ্ন : খাইবার গিরিপথের দৈর্ঘ্য কত?উত্তর : ৫৩ কিলোমিটার। ৮. প্রশ্ন : এশিয়া মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : এভারেস্ট।৯. প্রশ্ন : এভারেস্ট কোন দেশে অবস্থিত?উত্তর : নেপাল।১০. এভারেস্টের উচ্চতা কত?উত্তর : ৮,৮৪৮ মিটার।১১. প্রশ্ন : আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : কিলিমাঞ্জারো।১২. প্রশ্ন : কিলিমাঞ্জারোর উচ্চতা কত?উত্তর : ৫,৯৬৩ মিটার।১৩. প্রশ্ন : ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : মাউন্ট এলব্রাস।১৪. প্রশ্ন : মাউন্ট এলব্রাসের উচ্চতা কত?উত্তর : ৫,৬৩৩ মিটার।১৫. প্রশ্ন : আলপিনা গিরিপথ কোথায় অবস্থিত?উত্তর : কলরাডো।১৬. প্রশ্ন : আলপিনা গিরিপথের উচ্চতা কত?উত্তর : ১৩,৫৫০ ফুট।১৭. প্রশ্ন : সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় অবস্থিত?উত্তর : সুইস আল্পস।১৮. প্রশ্ন : সেন্ট বার্নার্ড গিরিপথের উচ্চতা কত?উত্তর : ৮,১০০ ফুট।১৯. প্রশ্ন : অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : ভিনসন ম্যাসিফ।২০. প্রশ্ন : ভিনসন ম্যাসিফের উচ্চতা কত?উত্তর : ৪,৮৯৭ মিটার।এসইউ/এমএস
Advertisement