বিনোদন

তিন বাংলার ছবি হবে শ্যাওলা : ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস অভিনীত নতুন ছবি শ্যাওলা`র মহরত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তৃতাকালে ফেরদৌস `শ্যাওলা` ছবিটি তিন বাংলার ছবি হবে মন্তব্য করেছেন।তিনি বলেন, `লন্ডনে রয়েছে বাংলা টাউন নামে একটি স্থান। সেখানে বসবাস করেন ছবির দুই প্রযোজক বাবুল আকতার ববি এবং মো. রাজ। এছাড়া কলকাতার অভিনেত্রী পায়েল চ্যার্টাজি এবং বাংলাদেশের যুগল পরিচালক এহসান ও বাপ্পি। ফেরদৌস বলেন, ‘এই তিন অঞ্চলের মানুষের সমন্বিত প্রয়াসে `শ্যাওলা` হবে তিন বাংলার ছবি। তাছাড়া দিন দিন বাংলা ছবির বিশ্বায়ন ঘটছে। বাংলা ছবির উন্নতির জন্য সবাই এগিয়ে আসছেন। যার প্রমাণ এ ছবির প্রযোজকদ্বয়।`জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক আরো বলেন, `আমি আমার ক্যারিয়ারে বেশ কিছু নির্মাতার নির্দেশনায় তাদের প্রথম ছবিতে কাজ করেছি। মজার ব্যাপার হচ্ছে প্রতিটি ছবিই সুপারহিট ছিল। যেমন-`রানী কুটির বাকি ইতিহাস`, ফারুকীর প্রথম ছবি `ব্যাচেলর`, নির্ঝরের `আহা`, সোহেলের `খাইরুন সুন্দরী` ইত্যাদি। আশা করছি এহসান-বাপ্পির নির্দেশিত `শ্যাওলা` ছবিটিও দর্শক গ্রহণ করবেন।` যুগল নির্মাতা ছাইব বাপ্পী এবং এহসান চৌধুরী জানান, `শ্যাওলা ছবিটি বাণিজ্যিক নয়, পুরোপুরি আর্ট ফিল্ম ধাঁচের। এ ছবিতে সমাজে একজন নারী যে কত প্রতিকূল পরিস্থিতির শিকার হন সেটি ফুটে উঠবে। একই সঙ্গে পুরুষ শাসিত সমাজে কুসংস্কারের ভয়াবহতা ও সমাজের নানা অসংগতি তুলে ধরা হবে।`

Advertisement

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, কলকাতার পায়েল ছাড়াও ছবিটির সঙ্গে সম্পৃক্ত অনেকেই।পায়েল বলেন, `বাংলাদেশের মত কলকাতায়ও ফেরদৌস অনেক জনপ্রিয়। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি খুব ভালো লাগছে। আশা করছি এ ছবির মাধ্যমে বাংলাদেশের দর্শকরা আমাকে গ্রহণ করবেন।``শ্যাওলা` ছবিতে থাকবে একটি কাওয়ালী গান। যেটি গাইবেন নাদিম কাওয়ালী। দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে জানা গেছে।এনই/একে/আরআইপি