জাতীয়

রানার জামিন আবেদন খারিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্ট জামিন দেয়নি রানা প্লাজার মালিক সোহেল রানাকে। ২০১২ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়লে তাতে  সহস্রাধিক মানুষ নিহত হন। ঐ দুর্ঘটনার পঙ্গুত্ব বরণ করে নিতে হয়েছে বহু গার্মেন্টস শ্রমিক।বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।চলতি বছরের ১৫ জুন রানা প্লাজা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এনে সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। এতে পরস্পরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ভবনের নকশা প্রস্তুত, অনুমোদন, নির্মাণ ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়। ওই মামলায় ২৪ জুন সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর পক্ষে আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন আইনজীবী মো. নাজমুল হুদা।ক্ষমতার অপব্যবহার করে ভবনের নকশা প্রস্তুত ও অনুমোদনের অভিযোগে করা মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর বাবা-মাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারার অপরাধ করেছেন। সোহেল রানা ও তাঁর মা-বাবা এবং পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে নকশা অনুমোদন ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

Advertisement