আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। শনিবার সন্ধ্যায় ২০ হাজার একর জায়গা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।   দাবানলের কারণে সান্তা ক্লারিটা শহরের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৩শ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।  প্যাসাডেনা এবং গ্লেনডেলে দাবানলের কারণে পাবলিক সুইমিং পুল বন্ধ রাখা হয়েছে। দাবানলের কারণে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া পুরো এলাকাজুড়ে তীব্র বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি আরো কয়েকদিন ধরে চলতে থাকবে। টিটিএন/এমএস

Advertisement