আন্তর্জাতিক

হাজারের বেশি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এরদোয়ানের

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর হাজারের বেশি বেসরকারি স্কুল, দাতব্য প্রতিষ্ঠান এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন এরদোয়ান। এদিকে, ফেতুল্লাহ গুলেনের এক ভাতিজাকে আটক করেছে তুরস্ক। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় ২৪৬ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর ১৫ হাজার ২শ` শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৭৭ জন ডিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮ হাজার ৭৭৭ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৭৫ জন, অর্থমন্ত্রণালয়ের দেড় হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ২৪টি বেতার ও টিভি চ্যানেলের লাইসেন্সও বাতিল করা হয়েছে। এরদোয়ানের এক আদেশে এক হাজার ৪৩টি বেসরকারি স্কুল, এক হাজার ২২৯টি দাতব্য সংস্থা, ১৯টি ট্রেড ইউনিয়ন, ১৫টি বিশ্ববিদ্যালয় এবং ৩৫টি মেডিকেল ইনস্টিটিউট বন্ধ হয়ে গেছে। টিটিএন/এমএস

Advertisement