উত্তর এবং কেন্দ্রীয় চীনে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় বহু মানুষ নিখোঁজ হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। খবর বিবিসির। হেবেই এবং হেনান প্রদেশে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। হেবেই প্রদেশে বন্যায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১১ জন। ওই প্রদেশের ৫৩ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বন্যায় শিংতাই শহরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। হেনান প্রদেশ থেকেই এ পর্যন্ত ৭২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস না দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য প্রাদেশিক কর্মকর্তাদের দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।টিটিএন/এমএস
Advertisement