জাতীয়

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কিছুক্ষনের মধ্যেই শুরু হচ্ছে।  মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনজাত করবেন বলে জানা গেছে।  এদিকে, আখেরি মুনাজাতে শরিক হতে শনিবার রাত থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেছেন। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে নানা ঝক্কি ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীতে অবস্থান নিয়েছেন।আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকেও এসেছেন অনেকে। যারা আগে আসতে পারেননি আখেরি মোনাজাতে অংশ নিতে শনিববার রাত থেকে তারাও এসেছেন তুরাগ তীরে। তাবলিগ জামাতের সর্ববৃহৎ এ জমায়েতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ৫০টি দেশের মুসল্লিরা অংশ নিচ্ছেন।

Advertisement