আটলান্টিকের পাড়ে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বিরাট কোহলি এক রেকর্ড গড়লেন। সেই রেকর্ডে নাম মেলানো হলো বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নাম। কিন্তু কিভাবে?অ্যান্টিগা টেস্টে ২০০ রান করে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের ৭০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে বিদেশের মাটিতে আর কোন ভারতীয় অধিনায়ক ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়তে পারেননি। যেটা করলেন কোহলি। শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারেও প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তবে এর চেয়েও সবচেয়ে বড় কথা, মাত্র ২০০ রান করেই আউট হয়ে গেলেন তিনি। বরাবর ২০০ রানে আউট হয়েই কোহলি সঙ্গী হয়ে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহীমের। বিরাট কোহলির আগে টেস্টে একজন মাত্র অধিনায়ক আউট হয়েছিলেন ২০০ রানে। ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন মুশিফকুর রহীম। ক্রিকেট ইতিহাসে রহীমের পর বিরাটই হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি অধিনায়ক থাকাকালীন আউট হলেন ২০০ রানের মাথায়।আইএইচএস/আরআইপি
Advertisement