আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬০

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই শতাধিক। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শনিবার হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আরটি।টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে অনেক রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কৌসি বলেন, অন্তত ৬০ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে। তিন হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার পর শহরের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হেলিকপ্টার থেকে টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবারের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত তিন সপ্তাহ আগে তালেবানের জঙ্গি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর সর্বশেষ এ হামলার ঘটনা ঘটলো। এসআইএস/আরআইপি

Advertisement