অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দারুণ সফল কাটার মাস্টার। মোস্তাফিজের এমন সাফল্যে অনুপ্রাণিত বাংলাদেশ দলের একমাত্র টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক। একদিন নিজেকেই মোস্তাফিজের কাতারে দেখার স্বপ্ন দেখেন এ ব্যাটসম্যান। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মুমিনুল বলেন, ‘এটা ভাবতেই ভালো লাগে। আগে খেলতো সাকিব ভাই, এখন মোস্তাফিজ। মোস্তাফিজকে এখন অন্য লেভেলের মনে হয়। দেখতেও ভালো লাগে এবং নিজের মধ্যেও আত্মবিশ্বাস জেগে উঠে। ও যেরকম পারছে আমিও সেরকম খেলার স্বপ্ন দেখি।’ বর্তমান ক্রিকেটে মোস্তাফিজ যাই করুক, এক দিক থেকে এগিয়ে আছেন মুমিনুল। কারণ ক্রিকেটের মূল ধারা মানা হয় টেস্ট ক্রিকেটকেই। আর সেখানে দারুণ ধারাবাহিক মুমিনুল। অনেকেই তাকে তুলনা করে থাকেন ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে। তবে তার সঙ্গে এ তুলনা মোটেও পছন্দ করেন না মুমিনুল।‘না এই জিনিসটা ভালো লাগে না। খারাপ লাগে। এখনই আমি এমন কিছু করিনি যে ওনার সাথে তুলনা করতে হবে।’আরটি/আরআর/আরআইপি
Advertisement