রাজধানীর লালবাগের আলোচিত সাত খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন ও এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথরেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন তারা।ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আবদুস ছালাম ওরফে মতি ও জাহিদ হোসেন ওরফে নাটকা বাবু। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নয়জন হলেন আবদুল আলিম ওরফে শাহীন, মুন্না, কালু ওরফে কাইল্যা, দেলোয়ার হোসেন ওরফে আন্ডা, আমির হোসেন ওরফে আমিরা, মাহাতাব হোসেন, মনির পাটোয়ারী, দিল মোহাম্মদ ওরফে মতি ও মোজাম্মেল। তাঁদের মধ্যে প্রথম পাঁচজন কারাগারে, পরের দুজন জামিনে ও শেষ দুজন পলাতক। আর জামিনে থাকা আবদুল আজিজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ এবং আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, খুরশীদ আলম খান ও এ এস এম শাজাহান মামলা পরিচালনা করেন।
Advertisement