অর্থনীতি

এসডিজি অর্জনে বাংলাদেশ ১১৮তম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের তালিকায় বিশ্বে বাংলাদেশ ১১৮তম স্থানে রয়েছে। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’ (এসডিএসএন) এবং ‘বার্টেলসম্যান স্টিফটাং’ নামক দুটি প্রতিষ্ঠান প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকার প্রথম স্থানটি দখলে রেখেছে সুইডেন। তারপরেই রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও নরওয়ে। শীর্ষদশ দেশের মধ্যে জি-৭-এর সদস্য আছে কেবল জার্মানি (ষষ্ঠ) ও যুক্তরাজ্য (দশম)।মোট ১৪৯টি দেশের ওপর এ জরিপ চালানো হয়। ২০১৬ সালে এসে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলো কতটুকু সফল হয়েছে তা দেখানো হয়েছে জরিপে। তাতে বৈশ্বিক টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রাকে মানদণ্ড হিসেবে ধরা হয়।এতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। জরিপে দেখানো হয়েছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কমবেশি সব দেশই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।তালিকায় দক্ষিণ এশিয়ায় ভারত (১১০), পাকিস্তান (১১৫) ও মিয়ানমারের (১১৭) অবস্থান বাংলাদেশের ওপরে। তালিকায় সবচেয়ে তলানিতে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও লাইবেরিয়া। সূত্র : ইকোনমিক টাইমস।বিএ/এমএস

Advertisement