ইংল্যান্ডের নেটওয়েস্ট টি-২০ ব্লাস্টে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন কঠিন করে ফেললো মোস্তাফিজুর রহমানের দল সাসেক্স। পয়েন্ট তালিকার তলানিতে থাকা সারের কাছে ছয় উইকেটে হেরে গেছে দলটি। ফলে কার্যত নকআউট পর্বের খেলার স্বপ্ন এক প্রকার শেষই তাদের। শেষ আটে খেলতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।শুক্রবার ক্যানিংটন ওভালে সাসেক্সের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সারে। মাত্র দুই উইকেট হারিয়ে ১১ ওভারেই ১০৫ রান তুলে ফেলে দলটি। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই জয় পায় তারা।এদিন ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ। তার করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সারের জয় নিশ্চিত করেন ক্রিস মরিস।দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ডমিনিক শিবলি। ওপেনার জেসন রয় ২৫ বলে ৩৬ রান করেন। এছাড়া বেন ফোকস ২২ ও ক্রিস মরিস ২০ রান করেন। সাসেক্সের পক্ষে জোফরা আর্চার ৩৯ রানে পান ২টি উইকেট।এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সাসেক্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে তারা। ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় তারা।শেষদিকে সারের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলে বড় সংগ্রহ করতে পারেনি সাসেক্স। ১৮তম ওভারে মাত্র ৬ রান দেন টম কারেন। এরপরের ওভারে আরও কৃপণ থাকেন জেড ডের্নব্যাক। ৪ রানের বিনিময়ে প্রথম দুই বলেই ফিরিয়ে দেন সেট দুই ব্যাটসম্যানকে।দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কাচোপা। ৩৪ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন ক্রিস ন্যাশ। এছাড়া ম্যাট মাচান ২৫ ও ফিলিপ সল্ট ১৮ রান করেন।সারের পক্ষে ২১ রানে ২টি উইকেট নেন ক্রিস মরিস। এছাড়া ২৫ রানে ২টি উইকেট নেন জেড ডের্নব্যাকও।আরটি/একে
Advertisement