দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুইপাশে আটকা পড়েছে ছোট-বড় অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। হাইওয়ে পুলিশ সকাল থেকে যানজট নিরসনের চেষ্টা চালাছে।বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাগামী মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাকের অতিরিক্ত চাপ ও মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় গাড়ির ধীরগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।ইউনিট পরিবহনের এক যাত্রী জানান, সকাল ৮টায় চট্টগ্রামের উদ্দেশে তিনি ঢাকা থেকে গাড়িতে ওঠেন। কুমিল্লার বিভিন্ন অংশে যানজটের কারণে সকাল ১১টায় চান্দিনা এলাকায় পৌঁছেন। যানজটে বৃদ্ধ মানুষ ও শিশুদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, সকাল থেকে ঢাকামুখী মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাকের অতিরিক্ত চাপের কারণে এ জানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই যানজট নিরসনের জন্য কাজ করা হচ্ছে বলে।ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ এবং সকাল থেকে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় গাড়ির ধীরগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Advertisement