খেলাধুলা

স্পেনের নতুন কোচ লোপেতেগুই

ভিসেন্তে দেল বস্কের অবসরের পর বেশ কয়েকদিন ধরেই ফাঁকা ছিল স্পেন জাতীয় ফুটবল দলের কোচের পদ। সেখানেই সাবেক পোর্তো কোচ হুলেন লোপেতেগুইওকে নিয়োগ দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।  ১৯৯৪ সালে স্পেন জাতীয় দলের প্রথম অভিষেক হয়েছিল তার। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ৪৯ বছর বয়সী বার্সেলোনার সাবেক এই ফুটবলারকে। ফুটবল থেকে অবসর গ্রহণের পর কোচিংয়ে মনোযোগ দেন তিনি। স্পেনের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন লোপেতেগুই। থিয়াগো আলকানতারা, ডেভিড ডে গিয়া এবং আলভারো মোরাতার মত তারকা ফুটবলাররাই তার হাত দিয়ে গড়া।  চলতি বছরের শুরুতেই লোপেতেগুইর ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাভ উল্ভসে যোগ দেওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে সেটি আর সম্পন্ন হয়নি। ২০১৪ সালে পোর্তোর হয়ে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠেন। ২০১৬ মৌসুমে গ্রুপপর্ব থেকে বাদ হওয়ায় বরখাস্ত হতে হয় তাকে। ইউরোতে স্পেনের নকআউট রাউন্ড থেকে বাদ হওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় দেল বস্কের বিদায়। দেল বস্ক তার স্পেনের কোচিং ক্যারিয়ারে একটি বিশ্বকাপ এবং দুইটি  ইউরো কাপ জিতেছেন। আরআর/পিআর

Advertisement