খেলাধুলা

প্রিমিয়ার লিগে খেলায় ভালো হয়েছে দাবি তাসকিনের

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ অ্যাকশনের কারণে বোলিং নিষিদ্ধ হয় তাসকিন আহমেদের। এরপর দেশে ফিরে কিছুদিন অ্যাকশন শুধরানোর কাজ করার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেন তিনি। আর এ লিগে খেলায় ভালো হয়েছে বলে দাবি করেছেন এ পোস্টার বয়।বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে নিজের বোলিং অ্যাকশন শোধরানোর নবম সেশনের কাজ করেন তাসকিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় প্রিমিয়ার লিগ খেলে ভালোই হয়েছে। কারণ যত যাই হোক অনুশীলন সেশন আর ম্যাচ সেশন দুইটা আলাদা।’এবারের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন তাসকিন। ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে লিগের তৃতীয় সেরা বোলার হয়ে দলকে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা ছিল তার। তবে এর মাঝেও নিজের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। লিগ চলাকালীন সময়ে পাঁচ সেশন কাজ করেছেন বলে জানান তাসকিন।‘প্রিমিয়ার লিগের মাঝেও কিন্তু ভিডিও সেশন হয়েছে। লিগের মাঝেও আমি ড্রিল করেছি, সেশন করেছি। প্রিমিয়ার লিগ চলাকালীনও আমি মোট পাঁচটা সেশন করেছি। ওইগুলো মাঠে ব্যবহার করেছি। মাঠে তা ভিডিও করা হয়েছে। ভুলত্রুটি ছিল কিনা সেটা দেখা হয়েছে।’এবারের লিগে মোট ১১ জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। তবে সে তালিকায় নেই তাসকিন। আম্পায়ার এবং কেউ তার বোলিংয়ে খারাপ কিছু দেখেননি বলে দারুণ খুশি এ পেসার। নিজের উন্নতি হচ্ছে বলে এটাকেই প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।আরটি/আরআর

Advertisement