বিনোদন

লাতিন আমেরিকার আমেজে চিরকুটের অন্তরে বাহিরে (ভিডিও)

আমেরিকার প্রখ্যাত ব্যান্ড টোয়েন্টিফোর হোরাস। এই গানের দলের সঙ্গে নতুন একটি গান তৈরি করেছে বাংলাদেশের জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট। গানের নাম ‘অন্তরে বাহিরে’। বাংলা ফিউশন গান ও ডোমিনিক রিপাবলিকের ‘বাচাতা’ গানের সমন্বয়ে নতুন ঘরানার গানটির অডিও আগেই প্রকাশ হয়েছে রবি-ইয়ন্ডার মিউজিকে। এবার মুক্তি পেলো মিউজিক ভিডিও।এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ঢাকার গুলশানে রবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে ভিডিওটি দেখানোর মাধ্যমে এর শুভ যাত্রা হয়েছে। তার আগে টোয়েন্টিফোর হোরাসের সদস্যদের রেকর্ড করা একটি ভিডিও বার্তা দেখানো হয়। সেখানে দলটির ভোকালিস্ট ‘অন্তরে বাহিরে’ গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা ‘চিরকুট’কে দারুণ গানের দল আখ্যায়িত করে ভবিষ্যতেও তাদের সঙ্গে গান করার আশা ব্যক্ত করেন। পাশাপাশি বলেছেন, ‘বাংলাদেশে গিয়ে আমরা বাংলা ভাষার গান আরো করতে চাই। এই ভাষার গানের যে প্রাণ প্রাচুর্য তা সত্যি মুগ্ধ হবার মতো।’অনুষ্ঠানে চিরকুট ব্যান্ডের গীতিকার ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি এই গান তৈরির অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ‘যেহেতু ভাষা ও ভাব প্রকাশে ভিন্নত আছে তাই প্রথমে ওদের (টোয়েন্টিফোর হোরাস) সঙ্গে গানটির ঘরানা বুঝতে গিয়ে সমস্যা হচ্ছিলো। তারপর ধীরে ধীরে আমরা সুরের টানেই এক হতে পেরেছি। ওরা লাতিন ব্যান্ডদল হিসেবে বেশ পরিচিত ও জনপ্রিয়। কিন্তু তাদের আন্তরিকতা ও বাংলা গানের প্রতি শ্রদ্ধা দেখে মুগ্ধ হয়েছি। এই গান আমার এবং চিরকুটের জন্য ভিন্ন ও অসাধারণ এক অভিজ্ঞতা। আশা করছি গানটির অডিও এবং ভিডিও- দুটি ভার্সনই ভালো লাগবে সবার কাছে।’‘অন্তরে বাহিরে’ গানটি লিখেছেন চিরকুটের কন্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি। এর ভিডিও নির্মাণ করেছেন এরিস। গানটির প্রোডিউসার হিসেবে কাজ করেছেন বিখ্যাত সংগীতশিল্পী এলকোভার। সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডি সুজা। তিনি শাকিরা, কোল্ডপ্লে, মেরুন ফাইভ ব্যান্ডের মতো বিখ্যাত সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন বলে জানান সুমি। প্রসঙ্গত, গানে নতুন আমেজ নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে ‘চিরকুট’ ব্যন্ড। দলটি ‘এপিক ফিউশন’ ব্যান্ড হিসেবে নিজেদের তুলে ধরেছে এবং আধুনিক সংগীত শিল্পে আমূল পরিবর্তন এনেছে। এখন পর্যন্ত ‘চিরকুটনামা’ এবং ‘জাদুর শহর’ নামে তাদের অ্যালবাম প্রকাশ হয়েছে। এর বাইরে তারা বেশ কিছু চলচ্চিত্রের জন্য গান করেও প্রশংসিত হয়েছে। আর লাইভ কনসার্টে চিরকুট মানেই এ প্রজন্মের শ্রোতাদের কাছে এক উন্মাদনার নাম।বর্তমানে দলটির লাইনআপে রয়েছেন পাভেল (ড্রামস, পারকিউশন ও সাউন্ড প্রডিউসার), ইমন (গিটার, ব্যাঞ্জো, মান্দোলিন ও ইউকুলেলে), পিন্টু (ভোকালস, ভায়োলিন ও বাঁশি), দিদার (বেজ) ও নিরব (কীবোর্ডস,/সিনথেসাইজারস)। শারমিন সুলতানা সুমি গান লেখেন ও কণ্ঠ দেন। অন্যদিকে ২০১০ সালে যাত্রা করা টোয়েন্টিফোর হোরাসের লাইনআপ মিকি দেন, জোয়েল জ্যাকুয়েজ ও জরি গার্সিয়া। ২০১০ সালে লস ইনোলভিডেবলস’র সঙ্গে তারা তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম তৈরি করে। ম্যাচেট মিউজিকে রিলিজকৃত অ্যালবামটিতে রয়েছে দুটি একক সংগীত, ট্রপিক্যাল স্ম্যাশ চার্টের শীর্ষে থাকা ‘টোয়েন্টিুফোর হোরাস’ এবং শীর্ষ ৩০ হিট ‘মামি ডামি আন বেসো’। ২০১১ সালে ‘ডুয়েলে ডুয়েলে’ শিরোনামে তাদের একক সংগীতটি বাজারে আসে।দেখুন চিরকুটের ‘অন্তরে বাহিরে’ গানটির লাইভ পরিবেশনা : এলএ/আরআইপি

Advertisement