বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ‘গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট’ পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডপদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ২৫ জন শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। তবে একটি প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে)/জিপিএ ৩.৫০ (৫.০০-এর মধ্যে)। ‘ও’ লেভেলে গড়ে ‘সি’ এবং ‘এ’ লেভেলে গড়ে ‘ডি’।অভিজ্ঞতা: কাস্টমার সার্ভিস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরবেতন: প্রতিদিন ৪২৫ টাকা হারে মজুরি। এ ছাড়া প্রতিদিন ১০০ টাকা খাওয়ার খরচ।মেয়াদকাল: ৮৯ দিন। প্রয়োজনে আরো বাড়তে পারে।আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.biman-airlines.com/corporate/jobs থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।আবেদনের ঠিকানা: ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯। আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট ২০১৬সূত্র: ডেইলি স্টার, ২০ জুলাই ২০১৬এসইউ/এবিএস
Advertisement