খেলাধুলা

ষষ্ঠ দল পেল বঙ্গবন্ধু গোল্ডকাপ

সব শঙ্কা কেটে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ দল হিসেবে শ্রীলঙ্কার নাম ঘোষণা করেছে বাফুফে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, গোল্ড কাপে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। আর তাতেই বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ দল হিসেবে চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কার নাম।আন্তর্জাতিক এই ফুটবল আসরের বাকি দলগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর,থাইল্যান্ড ও বাহরাইন। আগামী ১৬-২৭ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের তারিখ নির্ধারিত ছিল। তবে অংশগ্রহনকারী বিদেশী দলগুলোর সুবিধা-অসুবিধা বিবেচনা করে টুর্নামেন্টের তারিখ পরিবর্তন করতে যাচ্ছে বাফুফে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকায় গোল্ড কাপ পেছানো নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারছে না ফেডারেশন।শুক্রবার বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ১২-১৩ জানুয়ারির মধ্যে গোল্ড কাপের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement