আন্তর্জাতিক

নিউ ইয়র্কে এইচএসবিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) শীর্ষ এক নির্বাহী কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে নিউ ইয়র্কের জনএফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মার্ক জনসন নামের ওই কর্মকর্তা এইচএসবিসির বৈদেশিক মুদ্রার নগদ লেনদেনের লন্ডন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার তাকে জেএফকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলছে, এইচএসবিসির এই শীর্ষ কর্মকর্তাকে বুধবার ব্রুকলিনের ফেডারেল কোর্টে হাজির করা হবে। জনসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বৈদেশিক মুদ্রা বিনিময়ে জালিয়াতির অভিযোগে তিন বছরের তদন্তের পর বিচার বিভাগে এই প্রথম আন্তর্জাতিক এ ব্যাংকটির শীর্ষ কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। এসআইএস/এবিএস

Advertisement