প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা করেছে লেস্টার সিটি। মাঝারি মানের এক দল নিয়ে বাঘা বাঘা দলকে টপকে লিগ জিতে সবাইকে চমকে দিয়েছে লেস্টার। এবার লেস্টারের মতই এক রূপকথার জন্ম দিতে চলেছে ল্যাটিন আমেরিকার ক্লাব ‘ইনডেপেন্ডিয়েন্তে ডেল ভাল্লে’। ল্যাটিন ফুটবলের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবারতোদরেসের ফাইনালে উঠেছে ইকুয়েডরের অখ্যাত ক্লাব ইনডেপেন্ডিয়েন্তে ডেল ভাল্লে। ২০১০ সালে প্রথমবারের তারা সুযোগ পায় ইকুয়েডরিয়ান লিগে। তারপর লিগে তৃতীয় হয়ে সুযোগ করে নেয় কোপা লিবারতোদরেস টুর্নামেন্টে। গ্রুপপর্বে দ্বিতীয় হয়ে নকআউট রাউন্ডে উঠেই দৈত্যের সামনে পড়ে তারা। প্রথমবারের মতো ফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে বিশ্বসেরা সব ল্যাটিন ক্লাবকে। অথচ এই ক্লাবটির নেই কোন প্রথম শ্রেণীর শিরোপা। ফাইনালে ওঠার পথে নকআউট রাউন্ডে মুখোমুখি হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিভার প্লেটের। রিভার প্লেটের বিপক্ষে ম্যাচ দেখতে ৪ হাজার ধারনক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে টিকেট বিক্রি হয় ৪০ হাজার! বাধ্য হয়ে ম্যাচটি স্থানীয় অলিম্পিক স্টেডিয়ামে স্থানান্তর করা হয়। রিভার প্লেটকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেখানে প্রতিপক্ষ মেক্সিকান শক্তিশালী ক্লবা উনামের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে সেমিতে জায়গা করে নেয় ডেল ভাল্লে।সেমিতে কার্লস তেভেজের বোকা জুনিয়র্সকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ক্লাবটি। তারাই পৃথিবীর একমাত্র ক্লাব যারা একটি টুর্নামেণ্টে দুই আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সকে হারিয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়ান ক্লাব অ্যাতলেটিকো ন্যাসিওনাল। আরআর/এবিএস
Advertisement