খেলাধুলা

পর্দা উঠলো কমনওয়েলথ গেমসের

স্কটল্যান্ডের গ্লাসগোয় সেল্টিক পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো কমনওয়েলথ গেমসের। গেমসের ২০তম আসরে অংশ নিচ্ছে ৭১টি দেশ ও অঞ্চলের প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ।বুধবার রাতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪০ হাজার দর্শকের সামনে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্রিটেনের রানি এলিজাবেথ।মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ১৭টি ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে পদকের লড়াই চলবে ১১ দিন জুড়ে।গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন অ্যাথলেটিক্স, সাঁতার, শ্যুটিং, কুস্তি, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও ভারোত্তোলনে।এর মধ্যে বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম দিনেই ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তোলন ও সাঁতারে অংশ নেবে বাংলাদেশের অ্যাথলেটরা।

Advertisement