বিনোদন

শুভযাত্রা করলো আমি শুধু তোর হবো

চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারি মম অভিনীত নতুন ছবি ‘আমি শুধু তোর হবো’। এই ছবি দিয়েই নিরব ও মম চলচ্চিত্রে জুটি বাঁধলেন প্রথমবারের মতো। বরেণ্য পরিচালক, প্রযোজকদের শুভেচ্ছা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ছবিটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাবে ছবিটির জমকালো এক মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রফিক শিকদার। মৌলিক গল্পের এ ছবির কাহিনি, চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা রফিক নিজেই। নিরব-মম ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী জাজ সরকার, নবাগতা ফারিয়া, শিমুল খান ছাড়াও আরো অনেকে। মহরত অনুষ্ঠানে ছবির নির্মাতা-কলাকুশলী ছাড়াও উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সহ সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, ছবিটির স্পন্সর আরএফল’র হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও আরো অনেকে। উপস্থিত ছিলেন ছবিটির মিডিয়া পার্টনারগুলোর কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমের সাংবাদিকবৃন্দ। ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘এর আগেও রফিক শিকদারের সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে। এবার তার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি ‘ভোলা তো যায় না তারে’ ছবির মতো এই ছবিটিও সফল হবে।’নিরব মম’র সঙ্গে জুটি করা নিয়ে বলেন, ‘মমকে নিয়ে প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। মম আমার খুব ভালো বন্ধু। এখানে অনেক প্রত্যাশা আছে। চেষ্টা করবো আমি ও মম সেই প্রত্যাশা পূরণ করতে।’নিরব আরো বলেন, ‘যত প্রতিকূলতাই আসুক আমরা চেষ্টা করবো আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষা করতে। এজন্যে আমাদের দরকার ভালো মানের মৌলিক গল্প। আমি শুধু তোর হবো ছবিটি মৌলিক গল্পে নির্মিত। এই ছবি দর্শকদের হলমুখী করবে বলেই বিশ্বাস।’মম বলেন, ‘আমি শুধু তোর হবো’ ছবির গল্পটা অসাধারণ। এর আগে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির সাফল্যের পর সবাই আমাকে জিজ্ঞেস করতেন কেন আমি চলচ্চিত্রে নিয়মিত হচ্ছি না। আসলে ভালো গল্প ও চরিত্রের অপেক্ষাতেই আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে আমি এমন গল্প এবং চরিত্রের অপেক্ষায়ই ছিলাম। তাই কাজটি করতে রাজি হয়েছি।’নির্মাতা রফিক শিকদার বলেন, ‘ছবির গল্পটা রোমান্টিক। ছবির চিত্রনাট্য আমার নিজেরই লেখা। গল্পটাও একেবারেই মৌলিক। গানগুলোও হবে শ্রুতিমধুর এবং সময়ের সেরা শিল্পীদের কণ্ঠে। সবমিলিয়ে ভালো একটি ছবি দর্শকদের উপহার দেয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। আশা করি দর্শক এই ছবিতে বিনোদিত হবেন।’আবদুল মজিদ মিলটনের প্রযোজনায় আগামী মাসের প্রথমেই পাবনাসহ সারাদেশে ছবির নির্মাণ কাজ শুরু হবে। ছবিতে সংগীতায়োজনে থাকছেন আরেফিন রুমি, আহমেদ হুমায়ূন, বেলাল খান ও তানভীর তারেক।এনই/এলএ/এমএস

Advertisement