আন্তর্জাতিক

ফুল আকৃতির শহর বানাচ্ছে দুবাই

ফুলের আকৃতি অনুসরণ করে একটি পরিবেশবান্ধব শহর তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই পৌরসভা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ শহর তৈরির ঘোষণা দিয়েছে। দুবাই পৌরসভার মহাপরিচালক হুসেইন নাসের লুটাহ জানান, দুবাই’র শাসক, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভিশন অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সঙ্গতি রেখে টেকসই নগরায়নের অংশ হিসেবে এটি তৈরি করা হবে। দুবাই’র এই শহরে স্কুল, শপিংমল, ক্লিনিক, হাসপাতাল, আমিরাতের বাসিন্দাদের জন্য পরিকল্পিত গৃহ তৈরি করা হবে। শহরটিতে নবায়নযোগ্য বিদ্যুৎশক্তির ব্যবস্থা থাকবে। শহরটি পুরোপুরি টেকসই পদ্ধতিতে নিয়ন্ত্রিত হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ স্টেশন, মুসলিমদের ধর্মীয় উপাসনার জন্য মসজিদ ও অন্যান্য সেবাও থাকবে এতে। এসব কিছুই হবে পরিবেশবান্ধব। ২০২০ সালের মধ্যে শেষ হবে দুবাই’র এই সবুজ শহরের নির্মাণযজ্ঞ। ১৪ হাজার হেক্টর আয়তনের এই শহরে বসবাস করতে পারবেন দেশটির ১ লাখ ৬০ হাজার নাগরিক।এসআইএস/এবিএস

Advertisement